ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে খ্রিস্টান মিশনের বিশপকে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সিলেটে খ্রিস্টান মিশনের বিশপকে হত্যার হুমকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে খ্রিস্টান মিশনের বিশপ ডি ক্রোজ এন্ডি ক্রোশকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন।

এ ঘটনায় বুধবার (২৩ ডিসেম্বর) নগরীর শাহ্পরান থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫২) করেছেন।



শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডি ক্রোজ এন্ডি ক্রোশকে হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বলেন, ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।