ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সভারে বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সভারে বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্যের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা অষ্টম জাতীয় বেতন স্কেল সংশোধনের মাধ্যমে সব বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীসহ সবার অধিকার বাস্তবায়নের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নুরুন্নাহার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শহীদুল হকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।