ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আখ চাষিদের সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ঠাকুরগাঁওয়ে আখ চাষিদের সমাবেশ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও চিনিকলের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন ভাবে কারখানা চালুর দাবিতে সমাবেশ করেছে আখ চাষিরা।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে চিনিকল চত্বরে আখ চাষি সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-রুহুল আমিন, এসএম এ সালাম, ইউনুস আলী, আব্দুল কুদ্দস এবং অন্যরা।


 
বক্তারা বলেন, চিনিকল ব্যবস্থাপনা পরিচালকের উদাসীনতা, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে ঠাকুরগাঁও চিনিকল আজ ধবংসের পথে। এ চিনিকলটি রক্ষার দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
 
১৬ ডিসেম্বর ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুম শুরু হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা উৎপাদন বন্ধ থাকে বেশ কয়েকদিন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আখ চাষিরা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।