ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ ২ মালয়েশীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ ২ মালয়েশীয় নাগরিক আটক ছবি: সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার দুই নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর তাদের আটক করা হয়।



আটক দু’জনের নাম চানকক ওয়াই (২৪) ও চেন সিম শেপ (৫৮)। দু’জনের প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয় কেজি ওজনের তিনটি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, আটক দু’জন এর আগেও দু’বার বাংলাদেশে আসেন। তাদের নজরদারিতে রেখে বুধবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১১২ ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়।

শহীদুজ্জামান সরকার বলেন, এ দু’জন স্বর্ণের ছোট চালান নিয়ে পরীক্ষা করছিলেন। পথ সহজ মনে হলে আরও বড় চালান নিয়ে আসতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসি শহীদুজ্জামান।
এদিকে, প্রথমে ওই দুই ব্যক্তি চীনের নাগরিক বলে জানানো হয়। পরে তারা জিজ্ঞাসাবাদে পরিচয় গোপন করার কথা স্বীকার করে বলে জানান এসি শহীদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫/আপডেটেড: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।