ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ’লীগের প্রতিনিধি দল ইসিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আ’লীগের প্রতিনিধি দল ইসিতে

ঢাকা: নির্বাচনের বিভিন্ন বিষয় ও দাবি-দাওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ইসিতে প্রবেশ করে।



এনিয়ে পৌর নির্বাচন বিষয়ে দুইবার আওয়ামী লীগ ইসিতে আসলো। এর আগে মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণার সুযোগের জন্য ইসির কাছে দাবি জানিয়েছিল দলটি।
 
৩০ ডিসেম্বর সারা দেশে ২৩৩ টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৯ ও ২২ ডিসেম্বর রানীশংকৈল ও গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। অবশ্য বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ওই দুই পৌরসভায় ভোট নিতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট।  

বাংলাদেশ সময়: ১৪০৪ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।