ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সিলেটে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নামে একটি সংগঠন।
 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর সুবহানীঘাটের শাহজালাল দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের করা হয়।


 
র‌্যালিটি ধোপাদিঘীর পাড় রোড হয়ে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবী বাজার, শেখঘাট, সুরমা মার্কেট, বন্দর বাজার রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর মাদ্রাসায় এক মাহফিলের আয়োজন করা হয়। র‌্যালিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।