ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আছাদুজ্জামান মিয়াসহ অতি. আইজি হলেন সাত কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আছাদুজ্জামান মিয়াসহ অতি. আইজি হলেন সাত কর্মকর্তা

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।

যা বুধবার (২৩ ডিসেম্বর) স্বাক্ষরিত।

কর্মকর্তারা হচ্ছেন, রজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল অমূল্য ভূষণ বড়ুয়া, রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সাদিকুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ঢাকার ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মইনুর রহমান চৌধুরী ও মোহাম্মদ আবুল কাশেম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) সিদ্দিকুর রহমান এবং ডিএমপি পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।