ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাস চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
গাজীপুরে বাস চাপায় যুবক নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কড্ডা বালুর ঘাট এলাকায় বাস চাপায় এক যুবক (২৭) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৮ যাত্রী আহত হয়েছেন।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, দুপুরে কড্ডা বালুর ঘাট এলাকায় গাজীপুরগামী নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৮ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। যুবকটির পরনে লুঙ্গি ও কালো রংয়ের শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, সে ওই বাসের হেলপার ছিল, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।