ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিতার অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিতার অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মো. হামিদুর রহমান (১৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ খায়রুজ্জামান বলেন, উপজেলার ছোলনরা গ্রামের আবুল হোসেন তার ছেলে হামিদুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।



হামিদুরের বিরুদ্ধে মাদক সেবন ও পিতা-মাতাকে মারধরের অভিযোগ আনা হয়।

পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দণ্ডাদেশ দিয়ে তাকে জেল হাজতে পাঠায় আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।