ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শনিবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
শনিবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সিলেট: ক্যাডেট কলেজের প্রাক্তণ ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (২৬ ডিসেম্বর) সিলেটে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ওইদিন রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন।



তিনদিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রাক্তণ ক্যাডেটদের সংগঠন ওকাস’র সভাপতি মো. শাহনুর আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

চার বছর পর আয়োজিত পুনর্মিলনীতে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেড অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রপতির সিলেটে আসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।