ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১১ বাস‍যাত্রী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
রাজধানীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১১ বাস‍যাত্রী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হাইকোর্ট সংলগ্ন রাস্তায় সদরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-শিশুসহ ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন- অন্ত‍ঃসত্ত্বা মিথিলা (২২), ভাই মিশাল (১৯) , মা নাছিমা রহমান (৪০), মুন্নি বেগম (৩৫), সিমি (৮), হাবিব (৩০), কাইয়ুম (২০), কালাম (২০), জোৎস্না (৪০) , ফজিলা (৬০) ও কুলুসম (২০)।   

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পথচারী তাইবুর রহমান বাংলানিউজকে বলেন, হাইকোর্ট এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।   

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।