ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।



নিহত নজরুল ইসলাম (৪৫) ও তার ছেলে হাসিব ইসলামের (৯) বাড়ি সোনারগাঁওয়ের ছোট সাদিপুর গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড থেকে মেঘনাগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ-১৬-০৪৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটপাতের একটি দোকানে উঠে যায়। এই সময় নামাজ শেষে বাসায় ফেরার পথে ওই বাসচাপায় নজরুল ও তার ছেলে ঘটনাস্থলেই মারা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বাংলানিউজকে জানান, ঘাতক গাড়িটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।