ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুর অটোরিকশা চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
মাদারীপুর অটোরিকশা চাপায় শিশু নিহত ছবি: প্রতীকী

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সাহারা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষের চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহারা একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে জানান, শিশু সাহারা দুপুরে মহিষের চর গ্রামের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা সাহারা খাতুনকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।