ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সারাদেশে নৌ-যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
সারাদেশে নৌ-যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট ফাইল ফটো

নারায়ণগঞ্জ: মেঘনা নদীতে নৌ-যান শ্রমিক অপহরণের ঘটনায় সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে নৌ-যান শ্রমিকরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি করিম মার্কেট কার্যালয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ এ ধর্মঘটের ডাক দেন।



বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে এমডি নিউজিও ভাগ্যকুল নামে একটি কার্গো জাহাজ নদীর লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় দস্যুদের আক্রমণের শিকার হয়। এসময় দস্যুরা কার্গো মাস্টার জসিম, সুকানি কামরুলকে অপহরণ করেন। পরে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন তারা।

তিনি বলেন, অপহরণকারীরা উদ্ধার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।

এর আগেও ওই স্থানে এক শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।