ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
গাজীপুরে ট্রাক চাপায় ২ যুবক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মিরেরবাজার এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাজীপুরের উলুখোলা (সমসিং) এলাকার সূর্য মোহনের ছেলে স্বপন (৩০), অপরজনের পরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৩৪ বছর।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।  

জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. ফায়জুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাত ৭টার দিকে  মোটরসাইকেলযোগে স্বপন ও আরেক যুবক মিরেরবাজার থেকে উলুখোলা যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।