ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ আরেক শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ফেনীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ আরেক শিশুর মৃত্যু

ফেনী: ফেনীর মহিপাল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত মারুফ (৬) আরো একটি শিশুর মৃত্যু হয়েছে৷ এনিয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতের এ হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হলো।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়৷

শিশুটির বাবা মহিপাল এলাকার মোহাম্মদ সুমন মোবাইল ফোনে  বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



এর আগে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মাইন উদ্দিন (৫০) ও তার ভায়রার মেয়ে আকলিমা (১৬)।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার পর থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহিনুজ্জামান বাংলানিউজকে জানান, নিহত মাইন উদ্দিনের বড় ছেলে মোমিনুল হক নয়ন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ ৪৬ জনকে আসামি করে মামলা করেন। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, শহরের মহিফাল চৌধুরী বাড়ি এলাকার মান্নান ও এলাহী বক্সের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে  মান্নানের লোকজন এলাহী বক্সের লোকজনের ওপর গুলি চালায়। এসময় মাইন উদ্দিন, আকলিমা আক্তার, মো. মারুফ, সাইফুল ইসলাম (৩৫) ও আলাউদ্দিন (৩০) গুলিবিদ্ধ হন।

এ অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাইন উদ্দিন ও আকলিমাকে মৃত ঘোষণা করেন৷ মারুফসহ বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারুফ মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআই

** ফেনীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২
** ফেনীতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।