ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান একরামুল আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান একরামুল আর নেই একরামুল আলম

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলম (৬৫) আর নেই।
 
রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে... রাজেউন)।


 
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে ও ছেলে দু’জনেই মেডিকেল কলেজের শিক্ষার্থী।
 
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার সকালে বনপাড়া ডিগ্রি কলেজের অধ‌্যক্ষের বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
 
পরে দ্রুত তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।