ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শেরপুর: ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের শহীদ মিনার চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।



বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এ এস এম নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার এ টি এম জিন্নত আলী ও মোয়াজ্জেম হোসেন সুরুজ, মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল হক মুন্সি বীরপ্রতীক (বার),
আলহাজ অধ্যাপক ডা. মোহাম্মদ ওয়ালীউজ্জামান আশরাফী লতা, হামিদুর রহমান, আ’লীগ মনোনীত পৌর মেয়র প্রার্থী আবু সাঈদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য মো. জাহান আলী মেম্বার প্রমুখ।

পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।