ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবুবাজারে নূর ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা, সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বাবুবাজারে নূর ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা, সিলগালা

ঢাকা: অনুমোদনহীন ওষুধ রাখা ও বিক্রির দায়ে রাজধানীর বাবুবাজার এলাকায় নূর ফার্মেসির মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সময় ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।


 
রোবাবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অধিদফতরের সহকারী পরিচালক আকিব হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
 
ওষুধ প্রশাসন অধিদফতরের ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, অভিযানে বাবুবাজার আকমল রোডের আলিফ লাম মার্কেটের নূর ফার্মেসি থেকে ৪৫ ধরনের দেশি-বিদেশি অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। এবং অনুমোদনহীন এসব ওষুধ রাখার কারণে ১০ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এনএ/এসইউজে/আরএম


** মিটফোর্ডে ওষুধ প্রশাসনের অভিযান চলছে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।