ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মজিবুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মজিবুর রহমান

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদে কর্মরত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়াকে ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কে এম মজিবুর রহমান কূটনীতিক হিসেবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা ইস্যুতে দক্ষ। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়ে কূটনীতিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। কর্মজীবনে মজিবুর দিল্লি, তেহরান, টোকিও ও থিম্পুর বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন।

মজিবুর রহমান ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড ফরেন সার্ভিস প্রোগ্রাম ও এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেপি/এসইউজে/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।