ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিঁখোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিঁখোজ

পিরোজপুর: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে গৌতম চন্দ্র সাহা (৩০) নামে এক যুবক নিঁখোজ হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াউটার দিকে পৌরসভার জগৎপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

গৌতম জগৎপট্টি গ্রামের সান্টু চন্দ্র সাহার ছেলে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে গৌতম সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুব দেন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রথমে স্থানীয় লোকজন নদীতে নেমে গৌতমকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেওয়া হয়। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডুবরি দল গৌতমকে উদ্ধার করতে পারেনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।