ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় তানিম (২০) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।



রোববার(২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে কাতলামারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিম উপজেলার কাতলামারী গ্রামের রমজান আলীর ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী একটি বাস(টাঙ্গাইল-জ-১১-০০১২) কাতলামারী বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই বাসের হেলপার তানিম নিহত হন। এ সময় আরও ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।