ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আইএফআইসি ব্যাংকের কর্মকর্তার নামে মামলা করছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আইএফআইসি ব্যাংকের কর্মকর্তার নামে মামলা করছে দুদক

ঢাকা: চেক জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের হেড অব মোবাইল ব্যাংকিং মনিরুল ইসলামসহ তিন জনের নামে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ ডিসেম্বর) ‍দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য জানান।

যাদের নামে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- আইএফআইসি ব্যাংকের হেড অব মোবাইল ব্যাংকিং মোহাম্মদ মনিরুল ইসলাম, ওই ব্যাংকের মোহাম্মদপুর শাখার অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও মেসার্স ইমু মটরসের স্বত্ত্বাধিকারী মনির হোসেন।

দুদক সূত্র জানায়, মনির হোসেন অপর দুইজনের সহায়তায় প্রাইম ব্যাংকের আসাদ গেট শাখার গ্রাহক মেসার্স ইসমাইল হোসেনের ব্যাংক হিসাব নম্বর থেকে জাল চেকের মাধ্যমে মোট ১১ লাখ ৭৫ হাজার ৭৯৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, মনির হোসেন প্রথমে তিনটি চেকের মাধ্যমে আরও অর্থ আত্মসাতের চেষ্টা করেন। কিন্তু জালিয়াতচক্র একটি চেকের মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হওয়ায় মামলার সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন শিগগির রাজধানীর আদাবর থানায় মামলটি দায়ের করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এডিএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।