ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে নদীতে নিখোঁজ আসামির লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ঝালকাঠিতে নদীতে নিখোঁজ আসামির লাশ উদ্ধার মো. সুমন

ঝালকাঠি: ঝালকাঠিতে পুলিশের ধাওয়ায় সুগন্ধা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ পর্নোগ্রাফি আইনে দায়ের মামলার আসামি মো. সুমনের(২৫)লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

সেমবার(২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।



ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ ব্যাপারী বাংলানিউজকে জানান, দুই ঘণ্টা চেষ্টার পর সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার(২৭ ডিসেম্বর) বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর উদ্দেশ্যে শহরের সিটিপার্ক এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন সুমন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।