ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পুলিশি হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
মানিকগঞ্জে পুলিশি হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধামশর ইউনিয়নের কাকনাই এলাকায় এ ঘটনা ঘটে।



দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলানিউজকে বলেন, সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার ওয়াদুদ হোসেন (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের সঙ্গে বিকেলে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিলো। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজনটি পণ্ড করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।