ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় কম্বল পেলো দুস্থ শীতার্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সাটুরিয়ায় কম্বল পেলো দুস্থ শীতার্তরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে জমির উদ্দিন খান ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার নওগাঁও গ্রামে প্রায় ৮শ কম্বল বিতরণ করা হয়।



বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলসের (ইউএসএ) আর্থিক সহযোগিতায় উপজেলার নওগাঁও, কুষ্টিয়া, ঘিওর, পশ্চিম কাউন্নরা ও উত্তর কাউন্নারার দুস্থ বাসিন্দাদের এসব কম্বল বিতরণ করা হয়।
 
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল বাসার খান, উপদেষ্টা অ্যাড. হাবিবুর রহমান খান, সহ সভাপতি মজিবুল হক খান, সাধারণ সম্পাদক জাহিদুল হক খান টিটু, নির্বাহী সদস্য বজলুল হক খান, সদস্য আশিকুর রহমান খান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।