ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মোটরবাইকের ধাক্কায় আনসার সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
কক্সবাজারে মোটরবাইকের ধাক্কায় আনসার সদস্য আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারে মোটরবাইকের ধাক্কায় জৈবদ্দিন (৪০) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের কলাতলী পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আহত জৈবদ্দিন কুষ্টিয়া জেলার কন্দরমোদী এলাকার আনোয়ার মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরমুখী দ্রুতগামী একটি মোটরবাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরবাইক আরোহী রাস্তার পাশের খালি জমিতে পড়ে যায়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এস বি শর্মা বাংলানিউজকে  জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক। তার কপালে আঘাত লেগেছে ও বাম পা ভেঙ্গে গেছে।

তিনি জানান, আহত আনসার সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।