ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
শান্তিনগরে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শান্তিনগর এলাকায় শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) বেলা ১২টায় ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিল্পী পিরোজপুর জেলার নেসারাবাদ এলাকার ময়ূর আলী মেয়ে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) দেব কান্ত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শান্তিনগরের জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাসা থেকে গৃহকর্মী শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই দেব কান্ত বলেন, সকালে ওই বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে তার মোবাইল ফোনটি পানিতে ভিজিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শিল্পী।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৩ জানুয়ারি ০১, ২০১৬
এজেডএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।