ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
শার্শায় পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

বেনাপোল(যশোর): যশোরের শার্শা থানায় পুলিশ হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় বাবু নামে এক  আসামি পালিয়েছেন।

তিনি  শার্শার নাভরণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত শফিয়ার রহমানের ছেলে।



শুক্রবার(০১ জানুয়রি) দুপুরে বুরুজ বগান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে শার্শার দক্ষিণ বুরুজ বগান গ্রামে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার ছোট ভাই ওয়ারেন্টের আসামি বাবুকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে তাকে মোটরসাইকেলে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে পালিয়ে যান।

শার্শা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল সিকদার বাংলানিউজকে জানান, বাবুকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। পালানোর সময় হাতকড়া পরা ছিল না বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।