ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় চাপাতিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
চুয়াডাঙ্গায় চাপাতিসহ যুবক আটক ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় চাপাতিসহ মিশন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার(০১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুনের বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।



স্থানীয়রা জানান, সন্ধ্যায় হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুনের বাড়ির পাশে ৪ যুবক হাতে ব্যাগ নিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় অপর তিনজন পালিয়ে গেলেও মিশনকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি করে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মিশনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সর্দারপাড়ার মেহেরুল হকের ছেলে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।