ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাত‍ালের অপহৃত শিক্ষানবিশ চিকিৎসকের উদ্ধারের দাবিতে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
 
শনিবার (০১ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা হাসপাতালের সামনের রাস্তায় নেমে এসে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।


 
শেরে বাংলা থানার ওসি (তদন্ত) এ কে আজাদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া চেষ্টা করা হচ্ছে।
 
এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে কে বা কারা শিক্ষানবিশ চিকিৎসক শামীম খান তপুকে তুলে নিয়ে যায় বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এনএ/টিইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।