ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ককটেলসহ দুইজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
নারায়ণগঞ্জে ককটেলসহ দুইজন আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ছয়টি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১ এর একটি দল।
শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আলমগীর হোসেন।



আটক ব্যক্তিরা হলেন যাত্রামুড়া এলাকার মৃত মিয়াজউদ্দিন ভূঁইয়ার ছেলে আল আমিন ভূঁইয়া (৩৭) ও হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে আক্তার হোসেন ভূঁইয়া (৩৯)।
এর আগে শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাতে রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।