ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যালকের দায়ের কোপে দুলাভাই খুন

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শ্যালকের দায়ের কোপে দুলাভাই খুন

শেরপুর: শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণকে কেন্দ্র করে শ্যালকের দায়ের কোপে আ. আজিজ নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে এ ঘটনা ঘটে।



নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে আ. আজিজের সঙ্গে তার শ্যালক ফরিদ মিয়ার বিরোধ চলছিল। শনিবার দুপুরে ফরিদ ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় আজিজ তাকে বাধা দেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে আজিজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা আজিজকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।