ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দর্শনা স্থলবন্দরে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
দর্শনা স্থলবন্দরে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: মৈত্রী ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পোশাক, সিগারেট, কসমেটিকস ও হুইস্কিসহ এককোটি পাঁচ লাখ টাকা মূল্যর বিভিন্ন পণ্য উদ্ধার করেছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরে মৈত্রী ট্রেনের বিভিন্ন টয়লেটে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।

ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য জানান।

উদ্ধাকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৫টি শাড়ি, ২০ কেজি ওজনের অলংকার, ৬৮০টি থ্রি পিস, ১২৫টি পাঞ্জাবি, ২৭০টি ওড়নাসহ আরও অন্যান্য দ্রব্য।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।