ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উইলস লিটল ফ্লাওয়ারে বেতন বৃদ্ধি

কাকরাইলে অভিভাবকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
কাকরাইলে অভিভাবকদের সড়ক অবরোধ ছবি : পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেতন ফি বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-অভিভাবকরা।

রোববার (০৩ জানুয়ারি) সকাল ১০টার পর এ কর্মসূচি পালন করেন তারা।



এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। ফলে বিভিন্ন গন্তব্যের মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ‍অভিভাবকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেতন ফি বাড়ানোর বিষয়টি নিয়ে কথা বলতে অভিভাবকদের একটি প্রতিনিধি দলকে স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এসি শিবলী নোমান। ‍

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।