ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ব্যবসায়ীকে গুলি করে-কুপিয়ে ২৮ লাখ টাকা ছিনতাই

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সাভারে ব্যবসায়ীকে গুলি করে-কুপিয়ে ২৮ লাখ টাকা ছিনতাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভর (ঢাকা): সাভারে মিঠুন চক্রবর্তী (২৯) নামে এক ব্যবসায়ীকে গুলি করে এবং কুপিয়ে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (০৩ জানুয়ারি) দুপুরে সাভার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (১ নম্বর) সামনে এ ঘটনা ঘটে।



আহত ব্যবসায়ীর বাবা মুধু সুদন চক্রবর্তী বাংলানিউজকে জানান, দুপুরে তার দুই ছেলে মিঠুন ও শুভ ডাচ বাংলা ব্যাংক সাভার শাখা থেকে ২৮ লাখ টাকা নিয়ে রিকশায় সাভারের দক্ষিণ পাড়ায় বাসায় যাচ্ছিলো। রিকশা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছেলে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে মিঠুনকে গুলি করে এবং কুপিয়ে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বর্তমানে মিঠুন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ নাসির হোসেন বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ীর জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।