ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়া: মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচাণার কর্মসূচি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের এর আয়োজন করা হয়।



সকাল সাড়ে ১০টার দিকে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে র‌্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পক্ষে তার প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ, পৌর মেয়র হেলাল উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারী পরিচালক বাহাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।