ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে যুবকের মরদেহ উদ্ধার

পার্বতীপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
পার্বতীপুরে যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে জাকিরুল ইসলাম জাকু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।



তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার মৃত সাইরুদ্দিনের ছেলে।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস বাংলানিউজকে জানান, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী আবাদি জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।   খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

জাকু ১৫ বছর আগে বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন উত্তর চৌহাটী গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।