ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রানীনগরে মেয়েকে হত্যর পর মায়ের আত্মহত্যা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রানীনগরে মেয়েকে হত্যর পর মায়ের আত্মহত্যা

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলায় মেয়ে মুন্নী আকতারকে (৮) বিষ খাইয়ে হত্যার পর মা কহিনূর বিবি (৪২) আত্মহত্যা করেছেন।

রোববার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মালসন দোগাছী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।



নিহত মুন্নী আকতার মালসন দোগাছী গ্রামের বাসিন্দা দিনমজুর মোকছেদ আলীর মেয়ে। আর কহিনূর বিবি তার স্ত্রী।

স্থানীয়রা জানান, মুন্নী বাড়ির বাইরে প্রতিবেশী ছেলেমেয়েদের সঙ্গে খেলছিলো। এ সময় তার মা কহিনূর বিবি তাকে বাড়িতে ডেকে নিয়ে বিষ পান করান। কিছু পর কহিনূর নিজেও বিষপান করেন।

পরে প্রতিবেশীরা মা-মেয়েকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য কহিনূরকে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠান। সন্ধ্যায় সেখাসে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দু’টি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রোববার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান ওসি আব্দুল লতিফ খান।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।