ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে একজনের মৃত্যু, আহত ২৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রাজধানীতে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে একজনের মৃত্যু, আহত ২৯

ঢাকা: রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ কেঁপে ওঠে পুরো বাংলাদেশ।

রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭।

মৃত আতিকুর রহমান আতিক রাজধানীর পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কামারপাড়া গ্রামের মইনউদ্দিনের ছেলে আতিকুর।

তার মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে আসেন ভগ্নিপতি ‍ডা. শিহাবুল ইসলাম।

তিনি জানান, আতিকুর রহমান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফর্মগেট শাখায় ব্যবস্থাপনা বিভাগে শেষ বর্ষে
অধ্যয়নরত ছিলেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় আতিকুর রহমানের। পরে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঢামেক জরুরি বিভাগের টিকিট কাউন্টারে রাত্রীকালীন ডিউটিতে থাকা টিকিটম্যান হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত ২৯ জন আহত ব্যক্তি ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়া, পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত সোহান নামের এক পুলিশ কনস্টেবল ব্যারাক থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন বলেও জানান হাবিবুর।

এদিকে, ভূমিকম্পে রাজধানীর শাঁখারীবাজারে ৬২ নম্বর ভবনে ফাঁটল দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫/আপডেট: ০৮০৭, ০৯৪৫ ঘণ্টা
এজেডএস/আরএইচ/এমএমকে/ওএইচ/টিআই

** ভূমিকম্পে রাজশাহীতে প্রাণহানি ১
** ভূমিকম্পে ঢাবিতে আহত ১০
** ৬.৭ মাত্রায় কেঁপে উঠলো বাংলাদেশ
** কেঁপে উঠলো বাংলাদেশ
** এটা ছিলো সশব্দ ভূমিকম্প
** ভূমিকম্পে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন রাজধানীবাসী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।