ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় সড়ক দুঘটনায় ১২ জন বাস যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি)  সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী জোয়ানা নামে যাত্রীবাহী একটি বাস সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের চালক ও হেলপারসহ কমপক্ষে ১২ জন আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির চালক ফজলুল করিম ও হেলপার সবুজকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বাকি আহতরা স্থানীয় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ফিয়ে যান।  
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নজরুল ইসলামের  দাবি দীর্ঘদিন থেকে ডিভাইডারের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, অসম্পূর্ণ এ ডিভাইডারের কাজ দ্রুত শেষ হলে দুর্ঘটনা কমে আসবে।   

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।