ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএনসি-বিআরটিএ’র মাদকবিরোধী প্রচার অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ডিএনসি-বিআরটিএ’র মাদকবিরোধী প্রচার অভিযান ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যৌথভাবে মাদকবিরোধী লিফলেট, পোস্টার ও স্টিকার বিলি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও বিটিআরটিএ।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ’র সামনে ডিএনসি’র উদ্যোগে এ প্রচারণা অভিযান চালানো হয়।



প্রচারণা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যানে নজরুল ইসলাম। সভাপতি হিসেবে ছিলেন ডিএনসি’র অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ডিএনসি’র ঢাকা মেট্রো অঞ্চলের পরিচালক মূকুল জ্যোতি চাকমা, ডিএনসি’র সহকারী পরিচালক খুরশিদ আলম ও শামছুল আলম।

অভিযানে বিভিন্ন যানবাহনে স্টিকার সংযুক্ত ও লোকজনের হাতে লিফলেট বিলি করা হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এ প্রচারণা অভিযান চালানো হচ্ছে। অভিযান পুরো জানুয়ারি মাসজুড়ে চলবে।

এর আগে, পরিবহন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এনএইচএফ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।