ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।



আহত আছিয়া বেগম (৪৫) ও তার ছেলে তরিফ হোসেনকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে হোড়গাঁও এলাকার গৃহকর্মী আছিয়া বেগম একই এলাকার হালিম মিয়াকে পৌনে এক শতাংশ জমির ক্রয়ের বায়না বাবদ ৩০ হাজার টাকা দেন। কিন্তু হালিম মিয়া ওই জমি আছিয়া বেগমকে রেজিস্ট্রি করে দেননি।

সোমবার দুপুর ২টার দিকে ওই ৩০ হাজার টাকা ফেরত চাইতে গেলে আছিয়া বেগমের সঙ্গে হালিম মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হালিম মিয়া ও তার লোকজন আছিয়া বেগম ও তার ছেলে তরিফ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।