ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আহত ছেলের রক্তাক্ত শরীর দেখে বাবার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আহত ছেলের রক্তাক্ত শরীর দেখে বাবার মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে ছেলের রক্তাক্ত শরীর দেখে হৃদরোগে আক্রন্ত হয়ে আব্দুল হান্নান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলার পবা উপজেলায় এ ঘটনা ঘটে।



আব্দুল হান্নান উপজেলার নওহাটা বাগহাটা গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আব্দুল হান্নানের ছেলে সুজন বাড়ির পাশে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। এসময় সেচের পানি প্রতিবেশী রাজীবের জমিতে গিয়ে পড়ে। এ ঘটনায় দুপুরে রাজীর ও তার স্ত্রী রিপার সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজীর তার হাতে থাকা লাঠি দিয়ে সুজনের মাথায় আঘাত করেন। এতে সুজনের মাথা ফেটে যায়। ছেলেকে পেটানোর সংবাদ পেয়ে আব্দুল হান্নান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এসময় ছেলের রক্ত মাখা শরীর দেখে আব্দুল হান্নান সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
 
শরীফুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।