ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনের রেকর্ড তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনের রেকর্ড তলব ফাইল ফটো

ঢাকা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনের রেকর্ড সাত দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পরাজিত এক প্রার্থীর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (০৪ জানুয়ারি) এ আদেশ দেন।



আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মাদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
 
৩০ ডিসেম্বর দেশের অন্যান্য পৌরসভার সঙ্গে হবিগঞ্জের এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালেক মিয়া ৩ হাজার ৯শ’ ৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে এফ এম অলি পান ৩ হাজার ৮শ’ ৯০ ভোট ।
 
আইনজীবীরা জানান, ভোট গণনায় গড়মিলের অভিযোগ এনে এবং ওই পৌরসভায় নির্বাচিত মেয়রের বিষয়ে গেজেট প্রকাশ স্থগিত চেয়ে রিট আবেদন করেন অলি।
 
এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচনের রেকর্ড আদালতে দাখিলের নির্দেশ দেন।
 
নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারসহ ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৪,২০১৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।