ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. রফিকুল আলমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের মুক্তমঞ্চে খাগড়াছড়ির সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া রফিকুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও নাগরিক কমিটির সভাপতি হাজী লিয়াকত আলী চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রইচ উদ্দিন, খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত, তাজুল ইসলাম বাদল, আমিন শরীফ সওদাগর, সাংবাদিক আজিম-উল-হক প্রমুখ।

সভায় মেয়র ছাড়াও পৌরসভার নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।