ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘এ রায় জাতি ও বিচার প্রার্থীর প্রত্যাশা পূরণ করেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
‘এ রায় জাতি ও বিচার প্রার্থীর প্রত্যাশা পূরণ করেছে’ ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় সমগ্র জাতি ও বিচার প্রার্থীর প্রত্যাশা পূরণ করেছে।



বুধবার (০৬ জানুয়ারি) সকালে রায় নিয়ে স্বস্তি প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব কথা বলেন।

তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার অপরাধের দায় প্রতিষ্ঠিত হয়েছে।

মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, এখনও আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। রিভিউ-এর আদেশ অনুসারে রায় কার্যকর হবে।

** নিজামীর সঙ্গে কথা বলে রিভিউয়ের সিদ্ধান্ত
** প্রসিকিউশনের চেষ্টায় একের পর এক ফাঁসি বহাল

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।