ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদের সংখ্যা নিয়ে খালেদার বক্তব্য স্ববিরোধী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
শহীদের সংখ্যা নিয়ে খালেদার বক্তব্য স্ববিরোধী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকা: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্ববিরোধী বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া স্বাধীনতা ও বিজয় দিবসে যেসব বাণী দিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ উল্লেখ করতেন।

অথচ এখন তিনি ভিন্ন কথা বলছেন। তার বক্তব্য স্ববিরোধী।

বুধবার (৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত গণঅবস্থানে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া পাকিস্তানিদের সঙ্গে গলা মিলিয়ে নিহত শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সঙ্গে খালেদা জিয়া আলোচনায় বসার যে প্রস্তাব করেছেন তা প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা না চাইলে কোনো আলোচনা হবে না।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আরইউ/এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।