ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের গাড়ি ভাঙচুর ঘটনায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের গাড়ি ভাঙচুর ঘটনায় জিডি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুরের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ জিডি করা হয়।



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের নির্বাচিত মেয়র প্রার্থীর ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

এ জন্য ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটির সিজারলিস্ট করা হয়েছে। পরবর্তীতে মামলা দায়ের হলে এ সিজারলিস্ট ব্যবহৃত হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।