ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
রামগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রবাসীর শ্বশুর রুহুল আমিন খলিফাসহ চার জনকে আটক করেছে পুলিশ।



বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রামগঞ্জ পৌরসভার জোড়া কবর সংলগ্ন আঙ্গারপাড়া এলাকায় প্রবাসী বাচ্চু দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত চোরের নাম মুসলিম (৩০)। তিনি রামগঞ্জের আউগানখীল এলাকায় মৃত সেকান্তর আলীর ছেলে।

স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর হান্নান বাবু বলেন, রাতে প্রবাসী বাচ্চু দেওয়ানের ঘরে চুরি করতে ঢুকলে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এসে গণপিটুনি দিলে ঘটনাস্থলে চোরের মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।